গুজব মোকাবিলায় প্রশিক্ষক তৈরিতে আ.লীগের ‘দ্য ড্রিল’ কর্মশালা
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গুজব মোকাবিলায় দেশজুড়ে অনলাইন ক্যাম্পেইন পরিচালনার জন্য প্রশিক্ষক তৈরি করছে আওয়ামী লীগের ওয়েব টিম। শেখ হাসিনার উন্নয়ন বার্তা প্রচার ও গুজব প্রতিরোধে দেশ জুড়ে অনলাইন ক্যাম্পেইনের প্রশিক্ষণ প্রদানের জন্য প্রশিক্ষকদের নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা ‘দ্য ড্রিল’র উদ্বোধন করা হয়েছে। ৭০ জন প্রশিক্ষক এই কর্মশালা শেষে সারা দেশে ছড়িয়ে থাকা কর্মীদের প্রশিক্ষণ প্রদান করবেন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মশালায় উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য ও সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারপার্সন প্রফেসর মোহাম্মাদ আলী আরাফাত এবং আওয়ামী লীগ ওয়েব টিমের সমন্বয়ক ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) কো-অর্ডিনেটর তন্ময় আহমেদ।
বিজ্ঞাপন
কবির বিন আনোয়ার বলেন, আমার সামনে যারা বসে আছ, তারা হাজার বছরের বাঙালি জাতির পরাধীনতার শৃঙ্খল থেকে বের হয়ে আসা রক্তের সাক্ষ্য বহন করছ।
তিনি বলেন, আত্মত্যাগ কীভাবে করতে হয় এটা বঙ্গবন্ধু ও তার পরিবার দেখিয়ে দিয়েছে। এই জাতির জন্য পরিবারের অধিকাংশ সদস্যকে হারিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসংখ্যবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি আজকে দেশকে এই অবস্থানে নিয়ে এসেছেন। ২০২১ সালে মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশের অবস্থানে নিয়ে এসেছেন তিনি।
বিজ্ঞাপন
বর্তমান প্রজন্মকে ত্যাগের মনন নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে কবির বিন আনোয়ার বলেন, এটা মাত্র শুরু। নির্বাচনের আগে এই প্রশিক্ষকেরা জেলা এবং উপজেলা পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ প্রদান করবে। নির্বাচনের পর এটি ইউনিয়ন পর্যায় পর্যন্ত নিয়ে যাব আমরা। আগামী ৫ বছর এই কার্যক্রম চলবে যার পথপ্রদর্শক হবে তোমরা। তোমরা যেই রাস্তা তৈরি করে দিয়ে যাবে, সেই পথেই হাঁটবে পরবর্তী প্রজন্ম। তোমাদের দিয়েই এই যাত্রার শুরু।
ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মাদ আলী আরাফাত বলেন, রিয়েল ওয়ার্ল্ডের পাশাপাশি যখন ভার্চুয়াল ওয়ার্ল্ড গড়ে ওঠা শুরু করল তখন আমাদের যুদ্ধ সেখানে অনেকটা শিফট হয়ে গেছে। সেখানে আমাদের বিরোধী পক্ষগুলো এতটাই সংগঠিতভাবে গুজব ও মিথ্যাচার প্রচার করা শুরু করেছে যে সত্যটা প্রতিষ্ঠা করতে গিয়েই অনেকটা বেগ পেতে হয়। আমি মনে করি এই কর্মশালার মাধ্যমে বাস্তবিক দুনিয়াতে আমরা মাঠে-ঘাটে ময়দানে যেভাবে যুদ্ধ করতে সক্ষম হয়েছি মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তির বিরুদ্ধে, সাইবার দুনিয়াতেও আমরা সেভাবেই যুদ্ধ চালিয়ে যাব আরও সুসংহত ও প্রশিক্ষিত হয়ে।
তিনি বলেন, আওয়ামী লীগ সাইবার দুনিয়ায় মুক্তিযুদ্ধবিরোধী এই শক্তির গুজব মোকাবিলা করবে। আর একটি গবেষণায় এসেছে, গুজব সত্য তথ্য থেকে ৬ গুণ দ্রুত ছড়িয়ে পড়ে। তাই আমাদের দশগুণ বেশি পরিশ্রম করতে হবে গুজব মোকাবিলায়।
আওয়ামী লীগ ওয়েব টিমের সমন্বয়ক ও সিআরআই কো-অর্ডিনেটর তন্ময় আহমেদ বলেন, সঠিক তথ্য, নির্দিষ্ট প্রক্রিয়ায় কীভাবে সকলের কাছে পৌঁছে দেওয়া যায়— প্রশিক্ষকদের এই কর্মশালায় আমরা সেটা শেখাব। তারা জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে গিয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। পাশাপাশি ওই এলাকার সমস্যাগুলো নিয়ে একটা ফিডব্যাক তারা নিয়ে আসবেন, যাতে আমারা সেগুলো সমাধান করতে পারি।
এমএসআই/এমএ