প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাবে আওয়ামী লীগ
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার (৪ অক্টোবর) দেশে ফিরবেন। ওইদিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত তাকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ। নেতাকর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্লোগান দিয়ে, ফুল ছিটিয়ে এবং হাত নাড়িয়ে অভিবাদন জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
আওয়ামী লীগের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন। শনিবার (৩০ সেপ্টেম্বর) তিনি যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে গেছেন। ৪ অক্টোবর দুপুরে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। ওই দিন তাকে দলীয় নেতাকর্মীরা অভিবাদন জানালেও আনুষ্ঠানিক কোনো সমাবেশ হবে না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম গণমাধ্যমকে বলেন, বাংলাদেশকে বিশ্ব মঞ্চে তুলে ধরা এবং দেশের স্বার্থে তার যে বলিষ্ঠ অবস্থান এর পক্ষে বাংলাদেশের মানুষের জোরালো সমর্থন রয়েছে। এটা দেখাতেই প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানো হবে।
/এমএসআই/এসএসএইচ/