একজনের ওপর নিষেধাজ্ঞা দিলেই দেশের সব সমস্যা সমাধান
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আমেরিকা কয়দিন পরপর নিষেধাজ্ঞা দেয়। এমন দুইজন, পাঁচজন করে নিষেধাজ্ঞা দিয়ে কী হবে? এ দিয়ে কিছু হবে না। শুধুমাত্র একজনের ওপর নিষেধাজ্ঞা দিলে দেশের প্রধান সমস্যা, একমাত্র সমস্যা, হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে।
শুক্রবার (৬ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
ইরান বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর ১১ বার সারের দাম বাড়িয়েছে। কিন্তু, শেখ হাসিনা শেরপুরের জনসভায় বলেছিলেন, ক্ষমতায় গেলে বিনামূল্যে সার দেবেন, ঘরে ঘরে চাকরি দেবেন। এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ছাত্রলীগ, আওয়ামী লীগ আর টাকা ছাড়া কোনো মানুষ চাকরি পায়নি।
তিনি বলেন, এই সরকার ক্ষমতায় এসেছিল সাধারণ মানুষকে বোকা বানিয়ে। ফখরুদ্দিন-মঈনুদ্দিনের দোয়ায় তারা সেদিন ক্ষমতায় এসেছিল। শেখ হাসিনা জানেন, দেশের মানুষ বোকা, তাদের বিভ্রান্ত করা যায়। তাই তিনি বলেছিলেন, ক্ষমতায় গেলে ১০ টাকায় চাল খাওয়াবেন। তিনি যখন ক্ষমতায় যাওয়ার পথে ছিলেন, তখনও দেশে চালের কেজি ছিল ৪০ টাকা। তিনি জানতেন ক্ষমতায় গেলে ১০ টাকায় চাল খাওয়াতে পারবেন না। তারপরও তিনি মিথ্যাচার করেছেন এ দেশের সাধারণ মানুষের সঙ্গে।
বিজ্ঞাপন
ইরান বলেন, বর্তমান সময়ে সাধারণ মানুষ চাল কিনলে নুন কিনতে পারে না। আলুর কেজি এক বছর আগেও ছিল ২০ টাকা। সেই আলু শেখ হাসিনার ডিজিটাল উন্নয়নে এখন ৫০ টাকা হয়েছে। একমাত্র সিন্ডিকেট হচ্ছে হাসিনার সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে পারলে সবকিছুর দাম কমে যাবে।
বাংলাদেশ লেবার পার্টির ঢাকা মহানগরের সভাপতি এস এম ইউসূফ আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম, রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম সিয়াম, আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী প্রমুখ।
ওএফএ/এমজে