পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর পৌনে ১টা থেকে গুলশানের আমেরিকান ক্লাবে এ বৈঠক শুরু হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে বিএনপির একটি সূত্র জানায়, বৈঠক শুরুর সময় উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের রাজনীতি ও অর্থনীতি বিষয়ক ডেপুটি কাউন্সিলর আর্তুরো হাইন্স।
তবে বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এছাড়া বৈঠকের সত্যতাও বিএনপি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
বিজ্ঞাপন
এমএসি/এমজে