নামাজের জন্য মিছিল বন্ধ করলেন কাদের
মাগরিবের নামাজের জন্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মিছিল বন্ধ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল করার কথা ছিল। কিন্তু সেটি তিনি বন্ধ করেন।
বিজ্ঞাপন
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীও তার বক্তব্যে কয়েকবার বলেছেন, সমাবেশ শেষে মিছিল হবে। কিন্তু সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার শেষ মুহূর্তে নেতাকর্মীদের মিছিল করতে নিষেধ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘সন্ধ্যা নেমে গেছে। সভাপতি (আবু আহমেদ মন্নাফী) সাহেব, সাধারণ সম্পাদককে প্রধান অতিথি করে সময় দেবেন পাঁচ মিনিট? কি বলতে কি বলবো? আমি এতো বিবেকহীন নই, আমি নামাজ পড়ি। এখন মাগরিবের নামাজের সময়। আবার আমাদের মন্নাফী ভাই বলেছে মিছিল করবে। মিছিল কেউ করবেন না। মিছিলের সময় নেই। এখন মাগরিবের আজান দেবে। আজকে মিটিং করে যে লাভ হয়েছে মিছিল করলে তার চেয়ে বেশি ক্ষতি হবে।’
সরেজমিনে দেখা যায়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করে। বিকেল ৩টায় শান্তি সমাবেশ শুরু হয়। সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এসএম কামাল হোসেন।
এছাড়া শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতি বক্তব্য শেষে প্রধান অতিথির নাম ঘোষণার জন্য বিভিন্ন বিশেষণ বলতে থাকেন। তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্নাফীর কাছ থেকে মাইক নিয়ে যান। ওবায়দুল কাদেরকেও তার বক্তব্যে কম সময় পাওয়া নিয়ে আক্ষেপ করতে দেখা যায়।
এমএসআই/এমজে