ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকাতে জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ থেকে একটি মিছিল বের হওয়ার কথা রয়েছে।   

এই কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিপুলসংখ্যক পুলিশ দেখা যায়। পল্টন মোড়েও বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়। 

মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের ব্যাগও চেক করতে দেখা গেছে।

এমএইচএন/এনএফ