নতুন রাজনৈতিক দল ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’ গঠন করলেন নাজিম
চট্টগ্রামে ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন সাবেক বিএনপি নেতা নাজিম উদ্দিন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক ভিপি এবং সর্বশেষ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন।
রোববার (১৫ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞাপন
প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের চেয়ারম্যান হিসেবে নাজিম উদ্দিন এবং সদস্য হিসেবে চাকসুর জিএস আজিম উদ্দিনের নাম ঘোষণা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দলটির পক্ষ থেকে ঢাকায় কনভেনশনের মাধ্যমে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে।
বিজ্ঞাপন
নতুন দল গঠনের বিষয়ে জানতে চাইলে নবগঠিত দলের চেয়ারম্যান নাজিম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, রাজনীতিতে শিষ্টাচার উঠে গেছে। একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুঁড়ি করে। এ কারণে আমরা নতুন ধারায় রাজনীতি করতে চাই। রাজনীতিতে মেধাবী লোকজনকে যুক্ত করতে চাই। ইতোমধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরিফ মঈন উদ্দিন আমাদের দলের সঙ্গে যুক্ত হয়েছেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সংসদের নেতারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সবমিলিয়ে আমরা নতুন কিছু করে দেখাব।
বিএনপি থেকে বের হয়ে যাওয়া কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি স্বাধীনতার আগে গণ-অভ্যুত্থান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোক এবং সাম্প্রদায়িকতাবিরোধী মানুষ। নানা কারণে বিএনপি থেকে বেরিয়ে গেছি। এখন এসব বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না। আমরা চাই রাজনীতিতে শিষ্টাচার বহির্ভূত আচরণ বন্ধ হোক।
এমআর/কেএ