জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চলছিল জুমার নামাজ। দুপুর ১টা ৪১ মিনিটে ইমাম নামাজের সালাম ফেরানো শেষ করতেই একদল মুসল্লি পতাকা উঁচিয়ে স্লোগান দিতে শুরু করল— ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’,‘মুক্তি মুক্তি মুক্তি চাই, মামুনুল হকের মুক্তি চাই।’ 

বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকররমের উত্তর গেটে এ স্লোগানে মেতে ওঠেন বাংলাদেশ খেলাফত যুব মাজলিসের নেতাকর্মীরা। পরে তারা একটি মিছিল নিয়ে পল্টন মোড়ের দিকে যান।

এ সময় তারা আরও স্লোগান দেন— মামুনুল হকের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। জেলের তালা ভাঙবো, মামুনুল হককে মুক্ত করবো।

ওই এলাকায় একাধিক কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরে পল্টন মোড়ে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়। পরে বায়তুল মোকাররমের উত্তর গেটেও বিপুলসংখ্যক পুলিশ দেখা যায়। 

২০২১ সালের ১৮ এপ্রিল মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন। মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মামুনুল হকের বিরুদ্ধে প্রায় ৪১টি মামলা রয়েছে। এর মধ্যে নিম্ন আদালতে ১৩ এবং হাইকোর্টে ৫টি মামলায় জামিন পেয়েছেন তিনি। 

এমএইচএন/এনএফ