জামায়াতের সমাবেশ চলাকালীন সময়ে হঠাৎ তৎপরতা বাড়িয়েছে আশেপাশে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে বন্ধ করে দিয়েছেন অস্থায়ী দোকানপাট। 

শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে মতিঝিলের টয়েনবি সার্কুলার রোডের অংশে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের এমন তৎপরতা দেখা যায়। 

সরেজমিনে দেখা যায়, সমাবেশ থেকে বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা জামাত-শিবিরের নেতাকর্মীদের সমাবেশ স্থলের ভেতরে চলে যাওয়ার অনুরোধ জানান। বন্ধ করে দেন ফুটপাতে কয়েকটি দোকান। 

আরএইচটি/এমএসএ