সমাবেশ শেষে আরামবাগ ত্যাগ করছেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় শুরু হয়ে সমাবেশটি শেষ হয় সাড়ে ৩টায়।

এরপর কেন্দ্রীয় নেতারা, সমাবেশে আসা নেতাকর্মীদের আরামবাগ ছাড়ার নির্দেশ দেন। এ নির্দেশনা পাওয়ার পরপর শাহজানপুর, কমলাপুর হয়ে বিশ্বরোড দিয়ে জামায়াত নেতাকর্মীরা বেরিয়ে যেতে শুরু করেন।

খালিদ সাইফুল্লাহ নামে জামায়াতের এক কর্মী বলেন, আমরা রাজপথ ছাড়ছি না। কেন্দ্রীয় সিদ্ধান্ত যা আসবে, আমরা সেই মোতাবেক কাজ করব। আমিরে জামায়াত যেভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন সেভাবেই সব সাথীরা প্রস্তুত আছেন।

এর আগে বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশের মৌখিক অনুমতি মেলার পর কানায় কানায় পূর্ণ হয়ে যায় রাজধানীর আরামবাগ এলাকা। সমাবেশস্থলের চারপাশে বিভিন্ন গলি দিয়ে সমাবেশ স্থলে মিলিত হন জামায়াত শিবিরের হাজারো নেতাকর্মী।

এদিকে পুলিশের ব্যারিকেড ভেঙে জামায়াত নেতাকর্মীরা সমাবেশস্থলে মিলিত হওয়ার পর নিরাপত্তা জোরদার করে পুলিশ।

এমএম/এসকেডি