খালেদা জিয়ার করোনা পরীক্ষার খবর ভিত্তিহীন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে- এমন একটি খবর সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ খবরটিকে ভিত্তিহীন বলছে বিএনপি।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়ার সঙ্গে ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন দেখা করেছিলেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
বিজ্ঞাপন
শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা পোস্টকে তিনি জানান, ম্যাডামের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারই অংশ হিসেবে ডা. মামুন গুলশানের বাসভবন ফিরোজাতে ম্যাডামের সঙ্গে দেখা করেছেন। কিন্তু কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে তার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। এটি ভিত্তিহীন।
এ বিষয়ে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, তার করোনা টেস্টের জন্য নমুনা নেওয়া হয়নি। নিয়মিত ডাক্তার তাকে দেখতে যান। আজকেও ডাক্তার দেখা করতে গিয়েছিলেন।
বিজ্ঞাপন
খালেদা জিয়ার অবস্থা আগের মতই বলে উল্লেখ করে সেলিমা বলেন, এখনও তিনি অন্যের সাহায্য ছাড়া হাঁটা-চলা করতে পারেন না। তাকে সার্বক্ষণিক সাহায্য করছে গৃহকর্মী ফাতেমা। তবে, মানসিকভাবে তিনি ভালো আছেন।
ডা. মামুন ঢাকা পোস্টকে বলেন, আমি প্রতিদিনই খালেদা জিয়াকে দেখতে যাই। আজও তাকে দেখতে গিয়েছিলাম। এখানে করোনা টেস্টের কোনো বিষয় নেই। এখন কেউ যদি বলে আমি তার করোনা টেস্টের নমুনা নিতে গিয়েছিলাম, তাহলে তো কিছু করার নেই। কেউ নিউজ করতে চাইলে আমার সঙ্গে কথা বলতে পারতেন। কিন্তু কথা না বলে এই ধরনের নিউজ করা দুঃখজনক।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগার যান খালেদা জিয়া। পরে সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাজা স্থগিত করে গত বছরের ২৫ মার্চ মুক্তি দেওয়া হয় তাকে। এরপর আরও দুবার ছয় মাস করে তার মুক্তির মেয়াদ বাড়ায় সরকার।
এএইচআর/আরএইচ