নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে থেকে ২ জন আটক
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে আরমান ও সজীব নামে দু’জনকে আটক করেছে পুলিশ। আটকদের দাবি, তারা বাজার করার জন্য বাসা থেকে বের হয়েছেন।
রোববার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে কার্যালয়ের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের আটক করে পুলিশ।
বিজ্ঞাপন
আটক দু’জন দাবি করেন, তারা শিক্ষার্থী। বাসা থেকে বের হয়েছে বাজার করার জন্য। কিন্তু পুলিশ আমাদের আটক করেছে।
নয়াপল্টনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলেছেন, আটক এখনই বলা যাবে না। আমরা জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিতে পারি। আটকদের দু’জন জানিয়েছেন, তারা বাজার করতে যাচ্ছিলেন।
বিজ্ঞাপন
শনিবার সংঘর্ষের জেরে মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ। কার্যালয়ের সামনে ক্রাইমসিন দিয়ে ঘেরাও করে রাখা হয়। সংশ্লিষ্টরা সেখান থেকে আলামত সংগ্রহ করছে।
এদিকে রোববার সকালে গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ। অন্যদিকে রাজধানীতে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতার বাসা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে বলে অভিযোগ রয়েছে।
এএইচআর/এসএম