ইসির সংলাপে বিএনপিসহ ৯ দল অনুপস্থিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে আজ সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। সকালে ও বিকালে দুই ভাগে ৪৪টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সকালে আমন্ত্রণ ছিল আওয়ামী লীগসহ ২২ দলের, এর মধ্যে ৮ দল অংশ নেয়নি। বিকেলে বিএনপিসহ ২২ দলের আমন্ত্রণ ছিল, অংশগ্রহণ করেনি বিএনপিসহ ৯ দল।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি বিষয়ক' সংলাপ করছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার আলোচনা শুরু হয় বিকেল ৪টার দিকে।
বিজ্ঞাপন
বিএনপি ও তাদের সমমনা দলগুলো না এলেও ১৩টি দলের প্রতিনিধিরা ২য় দফার সংলাপে অংশগ্রহণ করেছেন। দলগুলো হলো- জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ ওয়াকার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাকের পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন।
বিজ্ঞাপন
সংলাপে অংশ নেয়নি- বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি), কৃষক শ্রমিক জনতা লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টি ও বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)।
এসআর/জেডএস