হরতাল-অবরোধের সমর্থনে চট্টগ্রামে বিএনপির মিছিল
চট্টগ্রামে হরতাল ও অবরোধের সমর্থনে মিছিল করেছে বিএনপি। শনিবার (৪ নভেম্বর) নগরের কর্ণফুলী শাহ আমানত ব্রিজ এলাকায় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে মিছিল হয় এবং নগরের মেহেদীবাগ এলাকায় উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।
জানা গেছে, সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে ৫ ও ৬ নভেম্বর (রোববার ও সোমবার) দেশব্যাপী সর্বাত্মক অবরোধ পালনের ঘোষণা দেয় বিএনপি। এরপর দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদে রোববার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় বিএনপি।
বিজ্ঞাপন
এর আগে গত বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এদিন সন্ধ্যার পর গুলশান এলাকা থেকে জহির উদ্দিন স্বপনকে পুলিশ গ্রেপ্তার করে।
পরে দুজনকে শুক্রবার (৩ নভেম্বর) পুলিশ কনস্টেবল আমিরুল হক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। এদিন আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে।
বিজ্ঞাপন
এমআর/জেডএস