জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল খেলা হবে : ওবায়দুল কাদের
ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ২৮ অক্টোবর কোয়ার্টার ফাইনাল খেলা হয়ে গেছে। সেই খেলায় আমরা (আওয়ামী লীগ) জিতে গেছি। ভবিষ্যতে সেমিফাইনাল আর জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল খেলা হবে।
শনিবার (৪ নভেম্বর) রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন। মেট্রোরেল-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
ওবায়দুল কাদের বলেন, ২৮ তারিখের পর নাকি শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন না। কিন্তু তিনি তো এখানে বসে আছেন। নির্ধারিত সময়ে এমআরটি-৬ আগারগাঁও-মতিঝিল লাইনের উদ্বোধনও করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিএনপির বাড়াবাড়ি ও লাফালাফি কোথায় প্রশ্ন করে তিনি আরও বলেন, ‘হায় রে মির্জা ফখরুল (বিএনপির মহাসচিব), এখন টেলিভিশনও দেখবেন না। খালি দৌড়াচ্ছে। তাকে ওইদিন কেউ কেউ হরতাল ঘোষণার জন্য টেনে ধরেছিল। মাইকে প্রথমে অর্ধদিবস হরতালের ঘোষণা দিল। পরে আবার হাতমাইকে সারাদিন হরতাল বলে ঘোষণা দিল। এরপরেই দৌড়। পালাবার পথ নাকি আমরা (আওয়ামী লীগ) পাব না। এখন তাদের পালাবার পথ কোথায়?’
বিএনপি নেতা আমীর খসরু, গয়েশ্বর রায়সহ অন্যরা কোথায় প্রশ্ন করে সেতুমন্ত্রী আরও বলেন, এত সাহস, এত বীরপুরুষ, তারা এখন কোথায়? শেখ হাসিনা তো আছেন। কিন্তু বিএনপির খোঁজ পাওয়া যাচ্ছে না। কোনো কিছু না পেয়ে তারা এখন গুহার মধ্যে ঢুকেছে। গুহা থেকে প্রেস কনফারেন্স করে। কোথাকার এক পাগলকে বাইডেনের উপদেষ্টা বানিয়ে কথা বলায়। বিএনপির সবকিছু ভুয়া।
এমএসআই/জেডএস