ফাইল ছবি

বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সকে রাজধানীর বাড্ডার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে পরিবার। শনিবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে কিছুক্ষণ আগে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তার পরিবার জানিয়েছে, বাড্ডার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একাধিক টিমের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ বিষয়টি নিশ্চিত করেননি। 

গুলশান গোয়েন্দা (ডিবি) বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম জানান, আমার টিমের কেউ এমন কাউকে আটক বা গ্রেপ্তার করেনি। অন্য কোনো টিম করেছে কি না জানি না।

এব্যাপারে যোগাযোগ করা হলে রমনা গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) হুমায়ুন কবীরও অস্বীকার করে বলেন, আমার টিম আটক করেনি।

এএইচআর/জেইউ/এসএসএইচ