ভোট-ভাতের দাবি আদায় না করা পর্যন্ত রাজপথ ছাড়বে না জামায়াত
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোট ও ভাতের অধিকার ক্ষুণ্ন করেছে। জনগণ আজ রাজপথে নেমেছে নিজেদের ভাত ও ভোটের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা জন্য। জনগণের এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবে জামায়াতে ইসলামী।
সোমবার (৬ নভেম্বর) রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ডে জামায়াতের অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় এ কথা বলেন।
বিজ্ঞাপন
সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানসহ সব রাজবন্দি ও আলেম-উলামাদের মুক্তি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা অবরোধের দ্বিতীয় দিনে বিক্ষোভ সমাবেশ করে দলটির ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। এমসয় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শামিউল ইসলাম, মতিউর রহমান, সাইফুল আলম,আব্দুল মালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পথসভায় ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন বলেন, যতক্ষণ না জনগণের দাবি আদায় হচ্ছে ততক্ষণ আমাদের রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
আওয়ামী সরকারের পতন না হওয়া পর্যন্ত মানুষের মুক্তি হবে না দাবি করে তিনি বলেন, জনগণ মনে করে ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে এই সরকারের পদত্যাগ নিশ্চিত করতে হবে। তাই অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে। কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতাদের মুক্তি দিতে হবে।
জুরাইন রেলগেট অবরোধ জামায়াতের
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইনের নেতৃত্বে রাজধানীর জুরাইন রেলগেট অবরোধ করে জামায়াতে ইসলামী।
এসময় কামাল বলেন, আজকের অবরোধ ২০১৪ সালের প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে, আজকের অবরোধ ২০১৮ সালের রাতে ভোটের বিরুদ্ধে আজকের অবরোধ জালিমশাহীর অত্যাচার জুলুমের বিরুদ্ধে। আজকের অবরোধ সারা বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। আমাদের এই অবরোধ ভোটচোরের বিরুদ্ধে, স্বৈরাচার শাসকের বিরুদ্ধে, এই অবৈধ সরকারের অপশাসন, অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে। এমসয় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মুহাম্মদ মহিউদ্দিন, মো. শাজাহান, মীর বাহার আমিরুল ইসলাম, কবিরুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ছাত্রনেতা দেলাওয়ার হোসেনসহ প্রমুখ নেতারা।
ডেমরা-যাত্রাবাড়ী সড়ক অবরোধ
রাজধানীর ডেমরা যাত্রাবাড়ী মহাসড়ক অবরোধ করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, সাদিক বিল্লাহ, আবদুর রহিম জীবন মির্জা হেলালসহ, মাওলানা দেলোয়ার, ইঞ্জিনিয়ার তমিজ উদ্দীন ও জসিম উদদীনসহ অন্যান্য নেতারা।
বাসাবো বিশ্বরোড অবরোধ
রাজধানীর বাসাবো বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আবু নাবিল, আব্দুল্লাহ আল আমিন, মতিউর রহমান, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, শাহজাহান, আসিফ আদনান, মাওলানা মাহমুদুর রহমান, ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরীর পূর্ব শাখার এইচআরডি ও পাঠাগার সম্পাদক তাজুল ইসলাম ফয়সাল, বিজ্ঞান সম্পাদক হাসিব আহমেদ সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
হাজারীবাগে অবরোধ
রাজধানীর হাজারীবাগ ধানমন্ডি এলাকায় সড়ক অবরোধ করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত। দ্বিতীয় দফার ২দিনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের নেতৃত্বে এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুর নবী মানিক, মজলিসে শুরা সদস্য মুজিবুর রহমান খান ও শহিদুল ইসলাম সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
শাজাহানপুরে অবরোধ
রাজধানীর শাজাহানপুর এলাকায় সড়ক অবরোধ করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত। শাজাহানপুরে ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালামের নেতৃত্বে সেখানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শাহিন আহমেদ খান, শরিফুল ইসলাম, ইমাম হোসাইনসহ প্রমখ নেতারা।
জেইউ/এসএম