বিএনপি-জামায়াতকে ছাড় দিলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে না
ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, বিএনপি- জামায়াতকে কোনো ছাড় দেওয়া যাবে না। এদের ছাড় দিলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে না।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিএনসিসির ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’ বা ডিএনসিসি স্মার্ট পার্কিং অ্যাপের উদ্বোধন উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
মোহাম্মদ আলী আরাফাত বলেন, আমরা চাচ্ছি দেশ ও দেশের মানুষকে সুরক্ষা দিতে। আর আমাদের প্রতিপক্ষ যাচ্ছে ধ্বংসের দিকে। যারা আজকে হরতাল-অবরোধ ডাকছে, জনগণ কিন্তু তাদের সঙ্গে নেই। তারা গাড়ি জ্বালিয়ে দিচ্ছে ও মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করছে। তারা ঢাকাকে বিচ্ছিন্ন করতে চায়। সব মিলিয়ে তারা যাচ্ছে ধ্বংসের দিকে।
তিনি বলেন, আমরা আজকে স্মার্ট পার্কিং নিয়ে ভাবছি, আর তারা (বিএনপি-জামায়াত) দেশকে পিছিয়ে নেওয়ার জন্য প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সূর্য পূর্ব দিক থেকে উঠলে তারা ছড়াচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে। সারা দেশের মানুষকে ও এমনকি বিদেশিদেরও তারা কনফিউজড করছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমানসহ অনেকে।
এএসএস/কেএ