আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভণ্ডল করার যে চক্রান্ত এখন চলছে, এটা আমাদের যেকোনো মূল্যে প্রতিরোধ ও প্রতিহত করতে হবে এবং এদের পরাজিত করতে হবে। এটা একটা নির্দেশনা আছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সভাপতি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। সারা দেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ, অগ্নিসন্ত্রাস, বাস পরিবহনে আগুন এসব নাশকতা চলছে। এসব নাশকতার জবাবে আমাদের নেতাকর্মীরা সারা দেশে সতর্ক পাহারায় রয়েছে। তাদেরকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমাদের আটটি বিভাগীয় কমিটি আছে। তারা আরও সক্রিয় হয়ে প্রতিটি বিভাগ ও জেলায় গিয়ে এই সতর্ক পাহারার বিষয়টা আরও জোরদার করার ব্যাপারে তৃণমূলকে আরও সুসংগঠিত করবে।  

তিনি বলেন, ‘সন্ধ্যা ছয়টা থেকে কিছুক্ষণ আগ পর্যন্ত আমাদের সভা চলেছে। এখানে মূলত আসন্ন নির্বাচন সংক্রান্ত কিছু আলাপ-আলোচনা হয়েছে। সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। এখানে কো-চেয়ারম্যানের পদ আছে, তবে সেটি এখনো পূরণ হয়নি। আমি পার্টির সেক্রেটারি হিসেবে সদস্য সচিবের দায়িত্ব পালন করব।’

তিনি আরও বলেন, ‘আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদ, উপদেষ্টা কমিটি, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের উত্তর-দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদকও এ কমিটিতে থাকবেন। এছাড়া আমাদের নির্বাচন সংক্রান্ত ১৪টি উপ-কমিটি আছে। গতবারও ১৪টি ছিল। কমিটির লোক হয়ত পরিবর্তন হবে। কমিটিতে থাকা কেউ কেউ মৃত্যুবরণ করেছেন। স্বাভাবিক কারণে নতুন কিছু সংযোজন হবে।’

‘আমরা নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করব। এবার আমাদের মনোনয়ন ফরম যারা সংগ্রহ করবেন, আগে ত্রিশ হাজার টাকা ছিল... এবার তাদের পঞ্চাশ হাজার টাকা দিতে হবে। দলীয় মনোনয়ন কেউ চাইলে অনলাইনেও সংগ্রহ ও জমা দেওয়া যাবে।’ 

মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করায় দলীয় নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে শিষ্টাচার বহির্ভূত অশোভন আক্রমণাত্মক যে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, তা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নজরে এসেছে। এজন্য চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক ফজলুল হক চৌধুরীর বিরুদ্ধে আমরা দলীয়ভাবে অ্যাকশন নেব। এ ধরনের শিষ্টাচার বহির্ভূত আচরণ করা মোটেও উচিত নয়। এ ব্যাপারে আমাদের নেত্রী সবাইকে সতর্ক করে দিতে বলেছেন।’ 

বিএনপিকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি ভালো করেই জানে এ নির্বাচনে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই। দেশের জনগণ তাদের আন্দোলনে সম্পৃক্ত হয়নি। কেবল তাদের নেতাকর্মীরা আন্দোলনে রয়েছে। এই আন্দোলন কোনোদিন আর সফলতা পাবে না। আর আমাদের দেশে আন্দোলন ব্যর্থ হলে নির্বাচনে বিজয়ী হওয়ার কোনো রেকর্ড নেই। এটাই হলো বাস্তব।’

মন্ত্রী বলেন, ‘যতক্ষণ নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম চলবে। যতক্ষণ নির্বাচন বানচালের বন্ধুদের পাঁয়তারা চলবে, ততক্ষণ এসব নাশকতামূলক কার্যক্রম রুখে দিতে সতর্ক পাহারা আরও জোরদার করা হবে।’

এমএসআই/কেএ