গাজায় মুসলমানদের ওপর জুলুম হচ্ছে, বিএনপি সে বিষয়ে কিছু বলছে না
প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের সভাপতি নাজিম উদ্দিন বলেছেন, ফিলিস্তিনের গাজা ইস্যুতে আমেরিকার চরিত্র আবারও উন্মোচিত হয়েছে। তারা আমাদের দেশে এসে রাজনৈতিক সংকট সমাধানের কথা বলছে। তাদের কথা কেউ বিশ্বাস করছে না। গাজায় মুসলমানদের ওপর জুলুম হচ্ছে অথচ বিএনপি সে বিষয়ে কিছু বলছে না। মূলত, তারা (বিএনপি) বিশ্ব মানবাধিকার লঙ্ঘনের হোতা আমেরিকার ওপর ভর করেই ক্ষমতায় যেতে চায়।
আজ (মঙ্গলবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এসব মন্তব্য করেন।
বিজ্ঞাপন
আমেরিকার প্রত্যক্ষ মদতে ইসরায়েল অবরুদ্ধ গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। তাদের হামলা থেকে হাসপাতালও রেহাই পাচ্ছে না। অথচ আমেরিকা দেশে দেশে মানবতা ও মানবাধিকারের সবক দিচ্ছে, এমন অভিযোগ করেন নাজিম উদ্দিন।
এ সময় ফোরামের অন্য নেতারা অবিলম্বে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সংগঠনটির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন আহমেদ বলেন, গাজায় মানবিক বিপর্যয় চলছে। হাসপাতালে নবজাতকদের পর্যন্ত বাঁচানো যাচ্ছে না। চারদিক থেকে ঘেরাও করে নারী শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্রমনা মানুষ প্রতিবাদ করছে। আমাদের দেশেও প্রতিবাদ হয়েছে, হচ্ছে। তবে বড় দলগুলো ক্ষমতায় যাওয়ার মোহে এই ইস্যুতে কথা বলছে না। আমেরিকা নাখোশ হবে এই আশঙ্কায় তারা কথা বলছে না। এরা ক্ষমতায় গিয়ে কিসের মানবাধিকার রক্ষা করবে এটাই প্রশ্ন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের সাধারণ সম্পাদক চাকসুর জিএস আজিম উদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ওসমান গনি মজুমদার, নারী নেত্রী হাসিনাতুন জান্নাত, রাজীব চৌধুরী এবং নাসিমুন গনি মামুন।
আরএইচটি/পিএইচ/এনএফ