ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন ফরম নিলেন ডেপুটি অ্যাটর্নি নূর সাদিক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নূর-উস সাদিক।
রোববার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
বিজ্ঞাপন
ঠাকুরগাঁও-১ আসনে নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে প্রচারণা চালাচ্ছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নূর-উস সাদিক চৌধুরী। স্মার্ট ও আধুনিক ঠাকুরগাঁও বিনির্মাণে তিনি ২০১৩ সাল থেকে শুরু হওয়া ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করে যাচ্ছেন।
ঠাকুরগাঁওবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক জনসভায় ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন। এছাড়া তিনি ‘বদলে যাও ঠাকুরগাঁও’ রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে জনগণকে সচেতন করে এলাকার উন্নয়নে সম্পৃক্ত করে যাচ্ছেন।
বিজ্ঞাপন
ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নূর উস সাদিক সুপ্রিম কোর্ট আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক। তার বাবা প্রয়াত অ্যাডভোকেট দুলাল চৌধুরী ঠাকুরগাঁও মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৭ সালের উপ-নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচন করেন। এ নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী রমেশ চন্দ্র সেনের কাছে চার হাজার ভোটে হেরে যান। পরবর্তী সময়ে ২০০৮ সালে আওয়ামী লীগ সভানেত্রীর আহ্বানে তিনি আবার দলে ফিরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
এমএল/কেএ