সোমবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে জাপা
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে সোমবার (২০ নভেম্বর)। যা চলবে ২১ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত।
রোববার (১৯ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সব স্তরের নেতাদের বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে।
এএইচআর/এমজে