মনোনয়ন ফরম কিনলেন ডা. সাহেদ ইমরান, জমা দিলেন আব্দুস সালাম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসন (ঈশ্বরদী-অটঘরিয়া) থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন দলের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু পরিষদের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. সাহেদ ইমরান। ময়মনসিংহ-৯ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। তিনি ১৯৯৬ ও ২০০৮ সালে নান্দাইল থেকে সংসদ সদস্য ছিলেন।
সোমবার (২০ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের নির্ধারিত বুথ থেকে ফরম সংগ্রহ করেন ডা. সাহেদ ইমরান এবং আব্দুস সালামের পক্ষে মনোনয়ন ফরম জমা দেন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান।
বিজ্ঞাপন
১৯৯৮ সালে ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে ছাত্র রাজনীতি শুরু করা ডা. সাহেদ ইমরান বলেন, তারুণ্যের প্রতিনিধি হিসেবে আওয়ামী লীগের ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করতে চাই। এবার মনোনয়ন পেলে আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এলাকার মানুষের সমর্থন পাব বলে আশা করি।
ময়মনসিংহ বিভাগের দায়িত্বে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আলমগীর কবির দোলন এসব তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
এমএসআই/এমএ