অবরোধ সমর্থনে রাজধানীতে জামায়াতের মিছিল-পিকেটিং
৭ম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে ঢাকার বিভিন্ন স্থানে আজ বিক্ষোভ, মিছিল, পিকেটিং ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এ সময় বিভিন্ন স্থান থেকে সাত জনকে আটক করা হয়েছে বলে দাবি দলটির।
নিবন্ধন পুনর্বহাল, নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে এসব কর্মসূচি পালন করেছে দলটি।
বিজ্ঞাপন
মিরপুর অঞ্চল আয়োজিত মিরপুর-২ নং কমার্স কলেজ রোড আবরোধ করে বিক্ষোভ প্রদর্শনকালে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান বলেন, দুর্বার গণআন্দোলনে দিশেহারা হয়ে নৈশ্যভোটের সরকার এখন পতনের প্রহর গুণছে। তারা রাষ্ট্রশক্তির অপব্যবহার ও দলীয় অপশক্তিকে জনতার ওপর লেলিয়ে দিয়ে সারা দেশেই এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। কিন্তু এসব করে আওয়ামী বাকশালীদের শেষ রক্ষা হবে না বরং স্বৈরাচারের তখতে তাউস জনতার উত্তাল স্রোতে তাসের ঘরের মতো ধসে পড়বে।
এ ছাড়াও কাজীপাড়া, দক্ষিণখান, পল্লবীতে, মিরপুর ১০,মোহাম্মদপুর, রামপুরায় মিছিল ও পিকেটিং করে জামায়াত।
বিজ্ঞাপন
জেইউ/এনএফ