ঢাকা-৭ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন হাজি সেলিমের ছেলে সোলায়মান সেলিম। ম‌নোনয়ন পে‌য়ে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে‌ছেন সোলায়মান।

রোববার বিকেলে ২৯৮ আসনে প্রার্থী ঘোষণা করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

ম‌নোনয়ন পে‌য়ে তাৎক্ষ‌ণিক প্রতি‌ক্রিয়ায় সোলায়মান সে‌লিম ব‌লেন, ঢাকা-৭ আসনের মানুষ এবং আওয়ামী লীগের যত সহ‌যোগী সংগঠন আছে সবার পক্ষ থে‌কে আমরা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রছি।

সোলায়মান সে‌লিম ব‌লেন, আমার চেয়ে অভিজ্ঞ অনেক রাজনীতিবিদ এ আসন থে‌কে ন‌মি‌নেশন চে‌য়ে‌ছেন। প্রধানমন্ত্রী আমা‌কে ম‌নোনয়ন দি‌য়ে‌ছেন। কারণ আমার বাবা দ‌লের প্রতি সবসময় অনুগত ছিলেন। এছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ক‌রে‌ছেন। আমরা স্মার্ট বাংলাদেশকে আরও এগিয়ে নি‌তে একসঙ্গে কাজ করতে চাই।

ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের বেশ কয়েকজন মনোনয়ন-প্রত্যাশী ছিলেন। কেবল হাজি সেলিমের পরিবার থেকেই মনোনয়ন-প্রত্যাশী ছিলেন তিনজন। হাজি সেলিম ছাড়াও তার দুই ছেলে সোলায়মান সেলিম ও ইরফান সেলিম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এনআই/এসকেডি