নৌকার টিকিট পেলেন যেসব চিকিৎসক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এবারের নির্বাচনে আওয়ামী লীগের দুই ডজনের বেশি চিকিৎসক মনোনয়ন ফরম কিনলেও শেষ পর্যায়ে নৌকার টিকিট চূড়ান্ত হয়েছে ১৩ জনের। মনোনয়ন পাননি আলোচিত ও হেভিওয়েট কয়েকজন চিকিৎসক নেতা।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিজ্ঞাপন
সিরাজগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। তিনি এর আগে এই আসনেরই সংসদ সদস্য ছিলেন।
টাঙ্গাইল-৩ আসনে মনোনয়ন পেয়েছেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বর্তমানে তিনি পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদেও আছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
কিশোরগঞ্জ-১ আসনে নৌকার টিকিট পেয়েছেন ডা. সৈয়দা জাকিয়া নূর (লিপি)। তিনি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মেয়ে এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন। বর্তমানে তিনি ওই আসনের সংসদ সদস্য।
চাঁদপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে পরিচিত। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। এদিকে সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।
এছাড়াও কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ডা. প্রাণ গোপাল দত্ত এবং ঢাকা-১৯ আসনে মনোনয়ন পেয়েছেন ডা. এনামুর রহমান, হবিগঞ্জ-১ আসনে হবিগঞ্জ স্বাচিপ ও বিএমএ সভাপতি ডা.মো. মুশফিক হুসেন চৌধুরী, বগুড়া-৭ আসনে ডা. মোস্তফা আলম নান্নু, মেহেরপুর-২ আসনে ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, যশোর-২ আসনে ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন, নাটোর-৪ আসনে ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল মনোনয়ন পেয়েছেন।
জানা গেছে, ৩০০ আসনের মধ্যে ২৯৮টির প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। বাকি দুটি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
টিআই/এসকেডি