জনগণ তিনবার ভোট দিয়ে আমাকে সংসদে পাঠিয়েছে : ইলিয়াস মোল্লাহ্
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইলিয়াস উদ্দিন মোল্লাহ্। দলীয় মনোনয়ন নিশ্চিতের পর ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন।
বিজ্ঞাপন
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ বলেন, আমি আজ মনোনয়ন ফরম জমা দিয়েছি। মনোনয়ন সঠিক থাকলে আমি নির্বাচন করব আর যদি মনোনয়ন ফরম বেঠিক থাকে তাহলে নির্বাচন করতে পারব না।
ঢাকা-১৬ আসনের জনগণ এবারও আপনাকে ভোট দেবে কি না– জানতে চাইলে তিনি বলেন, জনগণ নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনবারই ভোট দিয়ে আমাকে সংসদে পাঠিয়েছে। মানুষের আশা-প্রত্যাশা পূরণ করেছি বিধায় আবারও জনগণ অপেক্ষা করছে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠাতে। আমাকে আবারও মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আচরণবিধি ভঙ্গ করে বেশি লোক নিয়ে এসেছেন কি না– জানতে চাইলে ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ বলেন, আমি মাত্র ১০-১২ জন নিয়ে এসেছি। এই ১০-১২ জন লোক নিয়ে তো চলতে হয়।
কী পরিমাণ সম্পদ দেখিয়েছেন– জানতে চাইলে তিনি বলেন, আমার দাদা ও বাবা যা রেখে গেছে এবং আমার যা আছে তা দেখিয়েছি।
গত নির্বাচনের চেয়ে এবার সম্পদ বেড়েছে কি না– জানতে চাইলে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, মানুষ ছোট থেকে বড় হয়। আমার সম্পদও কিছুটা বড় হয়েছে।
এমএসি/এসএসএইচ