প্রার্থিতা ফিরে পেলেন না আলোচিত পাপুলের স্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম। নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তার মনোনয়নপত্র নামঞ্জুর করা হয়েছে। সেলিনা ইসলাম সাবেক সংসদ সদস্য (কুয়েতে মানব পাচার ও অর্থ পাচারের দায়ে দণ্ডিত) মোহাম্মদ শহিদ ইসলাম ওরফে পাপুলের স্ত্রী। এছাড়া তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যও।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবন মিলনায়তনে তৃতীয় দিনের মতো আপিল শুনানি কার্যক্রম শুরু হয়।
বিজ্ঞাপন
আপিল শুনানিতে প্রার্থীদের বক্তব্য শুনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা রায় দিচ্ছেন।
দুদকের মামলার তথ্য গোপন করার অভিযোগে সেলিনা হোসেনের মনোনয়ন বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। পরে বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল করেন এই প্রার্থী। আজ ছিল আপিল শুনানি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সেখানে সেলিনা ইসলামের আইনজীবী বলেন, হলফনামায় মামলার তথ্য লিখতে পারিনি। এখন সেটা নিয়ে এসেছি।
অন্যদিকে শুনানিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার পক্ষে এক ব্যক্তি বলেন, ওনার মামলাটা দুদকের। উনি জামিনে আছেন। কিন্তু এ তথ্য দেননি। ওনাদের সময় দেওয়া হয়েছিল। তিনি বাংলাদেশে আলোচিত মামলার আসামি।
এরপর কমিশন মামলার অবস্থা জানতে চান। তখন সেলিনা ইসলামের আইনজীবী বলেন, মামলাটি তদন্তাধীন। এই কথা শুনে কমিশন সেলিনা ইসলামের আপিল আবেদন নামঞ্জুর করেন।
এসআর/এমএ