সাবেক সংসদ সদস্য মেজর (অব) মো. আখতারুজ্জামান বলেছেন, জনগণকে ধোঁকা দিয়ে যে নির্বাচন হয়, টাকার বিনিময়ে যে নির্বাচন হয়, সে নির্বাচনকে আমরা বন্ধ করতে চাই। যে নির্বাচনে টাকা লগ্নি করতে হবে না। টাকার বিনিময়ে নয়, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। কারণ টাকার বিনিময় হলে জনগণের আর অধিকার থাকে না।

সোমবার (১৮ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আপনার জানেন এবার আমি স্বতন্ত্র নির্বাচনে দাঁড়িয়েছি। হয়ত সবার ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতে পারব না। তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।

তিনি আরও বলেন, তিনটি কারণ সামনে রেখে আমি নির্বাচন করতে চাই। প্রথম কারণ হলো, আমাদের সবার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা রয়েছে। জনগণ যেন নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে। তাদের ডাকা নয়, বরং নিজ ইচ্ছায় আসবেন। ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেবে। এবার আমরা তা দেখতে চাই।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ। এই আসনের সাবেক সংসদ সদস্য ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন ও বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের মধ্যে কোন্দল নিয়ে বহু দিন ধরেই বেশ আলোচনায় এ আসনটি। এ সব ঘটনাকে কেন্দ্র করে এই আসনে নজর ছিল জেলাবাসীর।

কটিয়াদী ও পাকুন্দিয়ায় আওয়ামী মনোনয়নপ্রত্যাশী বর্তমান ও সাবেক সংসদ সদস্যের মনোনয়ন কোন্দল নজিরবিহীন পর্যায়ে পৌঁছায়। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১৪ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় আসে বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান মনোনয়ন ফরম নেওয়ার বিষয়টি।

ওএফএ/এসকেডি