আমি প্রধানমন্ত্রীর নির্দেশে প্রার্থী হয়েছি : স্বতন্ত্র প্রার্থী
প্রধানমন্ত্রীর নির্দেশে প্রার্থী হয়েছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন। শুক্রবার (২২ ডিসেম্বর) গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
এদিন তিনি নগরের রুবি সিমেন্ট কলোনি, ড্রাইডক কলোনি, টিএসপি কলোনি, হোসেন আহমদ পাড়া, খালপাড়, হাদিপাড়া,কাঠগড়, মাইজপাড়া, মুসলিমাবাদ এলাকায় প্রচারণা চালান।
বিজ্ঞাপন
স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কেটলি প্রতীকের প্রার্থী জিয়াউল হক সুমন, আমি প্রধানমন্ত্রীর নির্দেশে প্রার্থী হয়েছি। জনগণের ভালোবাসা ও সমর্থন দুটোই পাচ্ছি। আমি আশাবাদী আমার আসনের ১৫২টি কেন্দ্রেই কেটলির জয় হবে।
গণসংযোগকালে মহানগর আওয়ামী লীগের সদস্য কামরুল হাসান বুলু, ৪০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদ, পতেঙ্গা থানা যুগ্ম আহ্বায়ক এস এম ইসলাম, ৪০ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক মো শামসুদ্দিন, সহ-সভাপতি নূ আহম্মদ, সম্পাদক মণ্ডলীর সদস্য ফরিদুল আলম ফরিদ ও সাদেকুর রহমান।
এমআর/এসকেডি
বিজ্ঞাপন