দিনরাত পরিশ্রম করেও বস্তিবাসীরা শান্তিতে ঘুমাতে পারেন না। তাই আগামীতে এসব বস্তিবাসীদের জন্য ফ্ল্যাটের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মো. মাইনুল হোসেন খান নিখিল।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কল্যাণপুর নতুন বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মাইনুল হোসেন বলেন, এ অঞ্চলে বস্তিবাসী মানুষের সংখ্যা কম নয়। যারা দিন-রাত পরিশ্রম করেন, রাতে শান্তির ঘুম ঘুমাতে পারেন না। তাদের জন্য বঙ্গবন্ধুকন্যা অট্টালিকা কর্মসূচি হাতে নিয়েছেন। বস্তিবাসীদের ফ্ল্যাটের ব্যবস্থা করে দিচ্ছেন। পর্যায়ক্রমে আপনাদেরও দেওয়া হবে।

তিনি বলেন, আপনাদের ভোট নিয়ে আমি যদি সংসদ সদস্য হতে পারি, আপনাদের সুখে-দুঃখের সাথি হয়ে থাকব। এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন কাকে ভোট দেবেন, আপনাদের সে অধিকার আছে।

এসময় বিএনপিকে আগুন সন্ত্রাস বন্ধেরও আহ্বান জানান যুবলীগের শীর্ষ এ নেতা। বলেন, বিএনপি হলো একটি সন্ত্রাসী সংগঠন। অপরদিকে জনগণের ভোট এবং ভাতের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রাম করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে।

যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, নৌকাকে জয়লাভ করানোর জন্য যুবলীগের নেতাকর্মীরা দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছেন। একটা লক্ষ্য-উদ্দেশ্যকে নিয়ে সকল ষড়যন্ত্রকে ৭ জানুয়ারির নির্বাচনে মোকাবিলা করার জন্য।

মাইনুল হোসেন বলেন, ঢাকা-১৪ আসনে বঙ্গবন্ধু কন্যার প্রতীক, খেটে খাওয়া মানুষের প্রতীক, সকল শ্রেণি-পেশার মানুষের প্রতীক নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানুষের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

টিআই/এসএসএইচ