প্রতি ঘরের একজনকে চাকরি দেওয়ার ঘোষণা স্বতন্ত্র প্রার্থী সুমনের
নির্বাচিত হলে প্রতিটি ঘর থেকে যার যার যোগ্যতা অনুযায়ী একজনকে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জিয়াউল হক সুমন। সোমবার (২৫ ডিসেম্বর) ৩০ নম্বর ওয়ার্ডের পুরান ডাকঘর এলাকার রেলী কলোনি এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।
কেটলি প্রতীক নিয়ে নির্বাচন করা জিয়াউল হক সুমন বলেন, অতীতের কথা ভুলে যান। আমি আপনাদের ভাই, আপনাদের কথা দিয়ে যাচ্ছি আগামীতে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব। আমি প্রতিটি ঘর থেকে একজনের চাকরি নিশ্চিত করব। কারণ একটি পরিবারের একজনের চাকরি হওয়া মানে পুরো পরিবারটি বেঁচে যাওয়া। সুতরাং দোয়া ও ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিন।
বিজ্ঞাপন
পরে ইসলামীয়া কলেজের পার্শ্ববর্তী দারোগাহাট এলাকায় এলাকার জনপ্রতিনিধি ও সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সভায় উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ৩০ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আনিসুর রহমান লিপন, গফুর সর্দার, মোতালেব মাস্টার, আমিনুল হক, রেলী ব্রাদার্স কলোনির উপদেষ্টা মো. আলমগীর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রকিবুল আলম সাজ্জী, সদরঘাট থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম পারভেজ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক মো. রাশেদ ও সদরঘাট থানা ছাত্রলীগের আহ্বায়ক মো. আকবর হোসেন রাজন।
চট্টগ্রাম-১১ (চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৭, ২৮, ২৯, ৩০, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১ ওয়ার্ড) আসনে মোট প্রার্থী হয়েছেন সাত জন। আসনটিতে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন এম. আবদুল লতিফ। এছাড়া বাকি প্রার্থীদের মধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবুল বাশার মুহাম্মদ জয়নুল আবেদীন পেয়েছেন চেয়ার, গণফোরামের উজ্জ্বল ভৌমিক পেয়েছেন উদীয়মান সূর্য, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত পেয়েছেন সোনালী আঁশ, ন্যাশনাল পিপলস পার্টির নারায়ন রক্ষিত পেয়েছেন আম এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. মহি উদ্দিন পেয়েছেন একতারা প্রতীক।
এমআর/এসএসএইচ