ঢাকা-১৩ আসনে অবস্থিত ৮ হাসপাতালগুলোতে নির্বাচনী গণসংযোগ করেছে নৌকার মনোনীত প্রার্থী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) গণসংযোগে হাসপাতালগুলোর ডাক্তার, নার্স, কর্মচারী ও কর্মকর্তাদের ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ জানান নানক।

তিনি বলেন, আপনারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার্থে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আসন্ন ৭ জানুয়ারি সারা দেশে যে ভোট উৎসব শুরু হয়েছে এই উৎসবে অংশ নেবেন। নির্বাচনকে কেন্দ্র করে চলমান যে ষড়যন্ত্র হচ্ছে, কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে দেশি ও আন্তর্জাতিক এসব ষড়যন্ত্রের জবাব দেবেন আপনারা। 

এসময় নানক হাসপাতালগুলোর ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের কথাও শোনেন এবং তাদের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

এমএসআই/এমএ