ফরমায়েশি রায়ে ড. ইউনূসকে সাজা দেওয়া হয়েছে : রিজভী
শ্রম আইনের কথিত মামলায় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ফরমায়েশি রায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১ জানুয়ারি) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
রিজভী বলেন, গণভবনের রায়ে পুরো জাতি লজ্জিত। ফরমায়েশি রায়ে বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রতিহিংসার বশবর্তী হয়ে যে এই রায় দেওয়া হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, ২০২২ সালের এক আলোচনা সভায় শেখ হাসিনা পদ্মা নদীতে খালেদা জিয়াকে টুস করে ফেলে দিয়ে হত্যা করারও হুমকি দিয়েছিলেন। আর ড. ইউনূসকে পদ্মা নদীতে চুবিয়ে মারারও হুমকি দিয়েছিলেন। তখন থেকে প্রমাণিত তাকে সরকার গভীর দুরভিসন্ধি করছে।
বিএনপির এই নেতা আরও বলেন, শ্রম আইনের কথিত মামলায় ড. ইউনূসের সাজা হয় আর আওয়ামী লুটেরাদের, যারা দেশের সম্পদ লুট করে বিদেশে লাখ-লাখ কোটি টাকা পাচার করেছে তাদের কিছুই করা হয় না। সাজানো মামলায় জাতির গর্ব ইউনূসকে সাজা দেওয়া হয়েছে।
এএইচআর/এমএ