হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছিল। সেখানে কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর আবার কেবিনে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আজ দুপুরের পর ম্যাডামকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল। সন্ধ্যার পর আবার কেবিনে আনা হয়েছে।

কী কারণে তাকে সিসিইউতে নেওয়া হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানাননি শায়রুল কবির খান।

উল্লেখ্য, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার সিরোসিসসহ নানা রোগে ভুগছেন। এর মধ্যে বিদেশ থেকে তিনজন চিকিৎসক তার চিকিৎসা করে গেছেন। তখন থেকে কিছুটা ভালো আছেন খালেদা জিয়া। তার আগে ২০২২ সালের জুনে খালেদা জিয়ার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়লে একটিতে রিং পরানো হয়।

এএইচআর/এসকেডি