আলেমদের ওপর হামলা-মামলা করে সরকার পতনকেই ত্বরান্বিত করছে
হেফাজত নেতা মামুনুল হক
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব এবং যুগ্ম মহাসিচব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকসহ আলেমদের গ্রেফতার ও রিমান্ডের দেওয়ার বিষয়টিকে নির্যাতন উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে খেলাফত মজলিসের আমির মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
তারা বলেন, আলেম-ওলামা ও দেশপ্রেমিক জনগণের ওপর হামলা, মামলা, হত্যা, গ্রেফতার নির্যাতন চালিয়ে সরকার তাদের পতনকেই ত্বরান্বিত করছে। জুনায়েদ আল হাবীব ও মামুনুল হকসহ গ্রেফতারদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। রোববার (১৮ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তারা।
বিজ্ঞাপন
খেলাফতের শীর্ষ দুই নেতা বলেন, সরকার বিদেশিদের খুশি করার জন্য দেশের আলেম-ওলামাদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। মাদরাসা-মক্তব, ইসলামী সংগঠনের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামাদের গ্রেফতার করে সাজানো- মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। দেশে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে।
রমজান মাসে করোনার নামে বিধিনিষেধ দিয়ে আলেম-ওলামাদের ওপর সরকারের এ দমন অভিযান কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে দাবি করেন তারা।
বিজ্ঞাপন
এএইচআর/এফআর