অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস/ ফাইল ছবি

করোনামুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। রোববার (১৮ এপ্রিল) করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হলে সোমবার (১৯ এপ্রিল) রিপোর্ট নেগেটিভ আসে। 

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, গতকাল (রোববার) করোনা টেস্ট করালে আজ রিপোর্ট নেগেটিভ আসে। করোনামুক্ত হলেও তার কাশি ও ঠান্ডা এখনও রয়ে গেছে। তবে তার সিটিস্কেন রিপোর্ট ভালো এসেছে।

গত ৪ এপ্রিল জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগতে থাকা শিমুল বিশ্বাসের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন।

কয়েক দিন আগে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সারাদেশে বিএনপির পাঁচ হাজারের বেশি নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। আর গত বছর থেকে এখন পর্যন্ত সাড়ে চারশর মতো নেতাকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

এএইচআর/এসএসএইচ