প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবার পর এবার ফ্রি অক্সিজেন সেবা চালু করতে যাচ্ছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

সোমবার (১৯ এপ্রিল) সংগঠনটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন। সংগঠনটির দফতর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক করোনা মহামারি সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বাড়ায় সরকার দ্বিতীয় ধাপে বিধিনিষেধ ঘোষণা করেছে।

তিনি বলেন, এমতাবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

মঙ্গলবার (২০ এপ্রিল) কলাবাগান ক্রীড়া চক্র প্রাঙ্গণে ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এইউএ/এফআর