বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেছে, সঠিক নেতৃত্ব না থাকলে দল (বিএনপি) ঘুরে দাঁড়াতে পারবে না। তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলব- দলের ভেতরে শুদ্ধি অভিযান করুন। এর মধ্য দিয়েই দলের সঠিক নেতৃত্ব বের হবে। সেই সঠিক নেতৃত্বের আন্দোলনে আগামী বছর মধ্যবর্তী নির্বাচনেই বিএনপি ক্ষমতায় আসবে।

রোববার (৩১ মার্চ) বায়তুল আমান হাউজিং এ আদাবর থানা বিএনপির ৩০ ও ১০০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আতাউর রহমান ঢালী বলেন, বিএনপি দল আজকে জেল-জুলুম মামলা-হামলা ও নির্যাতনে জর্জরিত। আওয়ামী লীগ সরকার জিয়া পরিবার ও বিএনপিকে ধ্বংসের জন্য সব ধরনের ষড়যন্ত্র ও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা অত্যাচার নির্যাতন চালিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। কিন্তু এটা করে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না।

জনগণ গণতন্ত্র ও তার ভোটের অধিকার ফিরিয়ে আনতে রাজপথে নামবে আশাবাদ ব্যক্ত করে ঢালি বলেন, দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও নিজেদের মাঝে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। বুকের রক্ত দিয়ে হলেও এই আওয়ামী স্বৈরশাসকের অবসান ঘটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করব

৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালাম হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাসের পরিচালনায় উপস্থিত ছিলেন- আদাবর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীন, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, কামাল হোসেন সরকার, মো. সাইফুদ্দিন প্রমুখ।

এএইচআর/এমএ