বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আতাউর ঢালী
দলের ভেতরে শুদ্ধি অভিযান করুন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেছে, সঠিক নেতৃত্ব না থাকলে দল (বিএনপি) ঘুরে দাঁড়াতে পারবে না। তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলব- দলের ভেতরে শুদ্ধি অভিযান করুন। এর মধ্য দিয়েই দলের সঠিক নেতৃত্ব বের হবে। সেই সঠিক নেতৃত্বের আন্দোলনে আগামী বছর মধ্যবর্তী নির্বাচনেই বিএনপি ক্ষমতায় আসবে।
রোববার (৩১ মার্চ) বায়তুল আমান হাউজিং এ আদাবর থানা বিএনপির ৩০ ও ১০০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আতাউর রহমান ঢালী বলেন, বিএনপি দল আজকে জেল-জুলুম মামলা-হামলা ও নির্যাতনে জর্জরিত। আওয়ামী লীগ সরকার জিয়া পরিবার ও বিএনপিকে ধ্বংসের জন্য সব ধরনের ষড়যন্ত্র ও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা অত্যাচার নির্যাতন চালিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। কিন্তু এটা করে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না।
জনগণ গণতন্ত্র ও তার ভোটের অধিকার ফিরিয়ে আনতে রাজপথে নামবে আশাবাদ ব্যক্ত করে ঢালি বলেন, দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধারণ ও নিজেদের মাঝে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। বুকের রক্ত দিয়ে হলেও এই আওয়ামী স্বৈরশাসকের অবসান ঘটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করব
বিজ্ঞাপন
৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালাম হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাসের পরিচালনায় উপস্থিত ছিলেন- আদাবর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীন, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, কামাল হোসেন সরকার, মো. সাইফুদ্দিন প্রমুখ।
এএইচআর/এমএ