ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে খুলনা ও বরিশালসহ উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মঙ্গলবার (২৮ মে) এক বিবৃতিতে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় রেমালে খুলনা ও বরিশালসহ উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসব অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। দেশের উপকূলীয় এলাকার বিভিন্ন জেলায় প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে এখন পর্যন্ত বহু মানুষের মৃত্যু, অর্ধ কোটির কাছাকাছি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, এক লাখ ৫০ হাজারের অধিক ঘরবাড়ি বিধ্বস্ত, গবাদি পশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
প্রবলবেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের ছোবলে হতাহতের ঘটনায় গভীর শোক, দুঃখ ও সহমর্মিতা জ্ঞাপন করছি। এছাড়া ঘূর্ণিঝড়ে দেশের উপকূলীয় এলাকায় অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিপুল সংখ্যক মানুষ আহত, নিখোঁজ এবং গবাদি পশু, ফসলি জমি ও গাছপালা বিধ্বস্ত হওয়ায় গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করছি।
তিনি বলেন, মহান রাব্বুল আলামিন যেন ঘূর্ণিঝড়কবলিত সহায়-সম্বলহীন ক্ষতিগ্রস্ত মানুষকে কষ্ট সইবার ক্ষমতা দান করেন। উপকূলীয় অঞ্চলে মানুষের সুচিকিৎসা এবং ঘূর্ণিঝড়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষকে জরুরিভিত্তিতে ত্রাণ সামগ্রী বিতরণ, বিধ্বস্ত ঘরবাড়ি নির্মাণসহ দুর্গত মানুষদের সহায়তা দিতে দেশের বিত্তবানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে উপকূলীয় মানুষের জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থার দাবি জানাই।
বিজ্ঞাপন
জেইউ/এসকেডি