পানিবন্দি মানুষের মাঝে ছাত্রলীগের খাদ্যসামগ্রী বিতরণ
সিলেটে আকস্মিক বন্যায় আক্রান্ত গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ। এর মধ্যে শুকনো খাবার চিড়া মুড়ি, রান্না করা খিচুড়ি ও বিশুদ্ধ পানির রয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) দিনভর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা. সাইফুল ইসলামের নেতৃত্ব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনার নিদের্শনায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে পানিবন্দি মানুষের জন্য আমরা শুকনো খাবার চিড়া মুড়ি, রান্না করা খিচুড়ি ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছি। আমরা সিলেটের বন্যাকবলিত সব স্থানেই পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করব। আমরা এই দুর্যোগ মোকাবিলা করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলব।
বিজ্ঞাপন
এমএসআই/এমএ