‘ধোঁকাবাজ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে’
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকার দেখাচ্ছে যে তারা ফিলিস্তিনের পক্ষে আছে কিন্তু দেশের পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরাইল কথাটি উঠিয়ে নিয়েছে। এ ধোঁকাবাজ সরকারের মুখে এক, আর ভেতরে আরেক। এমন অন্যায়ের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ গড়ে তুলতে হবে।
শুক্রবার (৩১ মে) বায়তুল মোকাররমের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় সোচ্চার থাকে। আজ ফিলিস্তিনের মা-বোনদের ওপর অমানুষিক অত্যাচার করা হচ্ছে। অথচ আশ্চর্যের বিষয় হলো সেই আমেরিকা মুখরোচক ভাবে তাদের মানবতার গল্প শোনায়।
রেজাউল করিম বলেন, আজকাল আওয়ামী সরকারের কাজ দেখে আমাদের হাসি আসে। যেসব সিনিয়র অফিসার তাদের ক্ষমতায় নিয়ে এসেছে, তাদের দুর্নীতির খবর সামনে আসার পর সরকার বিভিন্ন গল্পের মাধ্যমে জনগণকে বুঝ দিয়ে রাখছে। অথচ সরকার কী জানে না যারা দুর্নীতিবাজ তারা সবসময়ই দুর্নীতিবাজ।
বিজ্ঞাপন
ওএফও/এসকেডি