রওশন এরশাদের শারীরিক অবস্থার উন্নতি, বিদিশার দোয়া প্রার্থনা
হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চিফ প্যাট্রন ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আরও কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হবে। চলতি সপ্তাহের শেষ দিকে তাকে বাসায় ফেরার ছাড়পত্র দিতে পারেন চিকিৎসক।
বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান ঢাকা পোস্টকে বলেন, আমি আজ সকালে ম্যাডামকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছিলাম। এখন ম্যাডাম মোটামুটি সুস্থ আছেন। তার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। ম্যাডামের ডিহাইড্রেশন সমস্যাও এখন আর নেই।
বিজ্ঞাপন
রওশন এরশাদ নিজ হাতে খাওয়া-দাওয়া করছেন জানিয়ে মামুন হাসান বলেন, জাতীয় পার্টির যেসব নেতা খোঁজ নিতে ফোন দিচ্ছেন, তাদের সঙ্গেও কথা বলতে দেখেছি ম্যাডামকে। তিনি দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
এদিকে রওশন এরশাদের সুস্থতায় দোয়া চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিদিশা সিদ্দিক। হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদের মা বিদিশা ফেসবুকে লেখেন, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন।
বিজ্ঞাপন
বিদিশা সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, আমি তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলাম। জানতে পেরেছি তিনি ভালো আছেন। মোটামুটি খাওয়া-দাওয়া করতে পারছেন।
গত বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রওশন এরশাদকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও প্রথম দিকে তার হাসপাতালে ভর্তির বিষয়ে কোনো খোঁজ ছিল না জাপা নেতাদের। ওই দিন রাতে জাপার কো-চেয়ারম্যান রুহুল আমীন হাওলাদার বলেন, সাধারণত তিনি সিএমএইচে নিয়মিত চিকিৎসা নেন, নিয়মিত সেখানে যান। তবে আজ শারীরিকভাবে খারাপ অবস্থা হয়েছে, এমন কিছু শুনিনি।
এএইচআর/জেডএস