ঋণনির্ভর বাজেট দ্রব্যমূল্যের খড়্গ বাড়াবে : অধ্যক্ষ ইউনুছ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেছেন, ঋণনির্ভর বাজেট জনগণের ওপর নতুন করে দ্রব্যমূল্যের খড়্গ চাপবে। অতীতের অর্থনৈতিক সংকটের কারণ চিহ্নিত করে তা দূর করার কোনো দিকনির্দেশনা প্রস্তাবিত বাজেটে নেই। তাই দেশের অর্থনীতি সংকটের চক্রেই ঘুরপাক খেতে থাকবে।
রোববার (৯ জুন) বিকেলে পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ইসলামী আন্দোলনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
অধ্যক্ষ ইউনুছ বলেন, সরকারের দুর্নীতি, অপচয় ও লুণ্ঠনমূলক নীতির দায় জনগণের ওপর চাপিয়ে কর ও ভ্যাট বৃদ্ধির বাজেট জনজীবনে দুর্ভোগ বহুগুন বাড়াবে।
প্রস্তাবিত বাজেটকে সংকটের চক্রে ঘূর্ণমান দিশাহীন বাজেট বলে মনে করেন ইউনুছ আহমাদ।
বিজ্ঞাপন
সংগঠনের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিতি ছিলেন— কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মনির হোসেন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, কেন্দ্রীয় সদস্য ও মহানগর দক্ষিণের সহ-সভাপতি আব্দুল আউয়াল মজুমদার, আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, সেক্রেটারি ডা. শহিদুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান সরকার, দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধা, সহ-দপ্তর সম্পাদক মুফতি আখতারুজ্জামান, এমএইচ মোস্তফা, মুফতি রফিকুল ইসলাম আশরাফী, ছাত্রনেতা আব্দুর রহমান, আব্দুল কাদির, শ্রমিক নেতা হাফেজ শাহাদাত হোসাইন, মাওলানা শফিকুল ইসলাম।
জেইউ/এমএ