নৌ দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ
দেশে নৌ দুর্ঘটনা প্রতিরোধে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে যাত্রী বোঝাই স্পিডবোটের সংঘর্ষে ২৭ জন নিহতের ঘটনায় গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে জিএম কাদের বলেন, মর্মান্তিক এমন দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। নৌ দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
এএইচআর/এসকেডি
বিজ্ঞাপন