বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও ঢাকা মহানগর পুলিশের সদস্যরা। অভিযানের নেতৃত্বে রয়েছেন ডিবিপ্রধান হারুন-অর-রশিদ।
রাত ১২টা ২০ মিনিটের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শুরু করেন তারা। অবশ্য অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো তথ্য জানানো হয়নি।
বিজ্ঞাপন
অভিযানে বিএনপি কার্যালয় থেকে পাঁচ শতাধিক বাঁশের লাঠি, শতাধিক ককটেল, সাতটি দেশি-বিদেশি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন ডিবি প্রধান হারুন-অর-রশিদ।
এছাড়া, কার্যালয়ের নিচ ও তৃতীয় তলায় বিএনপি মহাসচিবের কক্ষ থেকে ব্যানার ফেস্টুন উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, অভিযানে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ সাতজনকে আটক করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বিএনপি কার্যালয়ের প্রধান ফটক খোলা রয়েছে। ডিবির দুজন সদস্য সেখানে দাঁড়িয়ে রয়েছেন। এ ছাড়া, কার্যালয়ের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্য উপস্থিত রয়েছেন।
অন্যদিকে, বিএনপি কার্যালয়ের সামনে ফকিরপুল থেকে নাইটিঙ্গেল ও নাইটিঙ্গেল থেকে ফকিরাপুলগামী উভয় সড়কের যানচলাচল বন্ধ রয়েছে।
এএইচআর/কেএ