আহতদের দেখতে ঢামেক হাসপাতালে গেলেন এবি পার্টির নেতারা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে সায়েন্সল্যাব, ঢাকা কলেজ, চানখাঁরপুলসহ রাজধানীর বিভিন্ন স্থানে হামলায় নিহত ও আহতদের দেখতে এবং তাদের চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
মঙ্গলবার (১৬ জুলাই) রাতে তিনি নেতা-কর্মীদের নিয়ে ঢামেক হাসপাতালে যান।
বিজ্ঞাপন
দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য গাজী নাসির, অ্যাডভোকেট আলী নাসের খান, সফিউল বশর, কেফায়েত হোসেন তানভীর, আমেনা বেগম, আব্দুল কাদের মুন্সী ও ইয়াসমিন রুনা এসময় তার সাথে ছিলেন।
নেতারা জরুরি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে আহত ও গুলিবিদ্ধদের চিকিৎসার খোঁজখবর নেন। তাদের পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা সম্পর্কিত বিষয়ে অবহিত হন। তারা নিহত শাহজাহানের মৃতদেহ দেখতে মর্গের সামনে গেলে সেখানে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
জেইউ/জেডএস