সংবাদ সম্মেলন করবে গণতন্ত্র মঞ্চ
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সংঘর্ষে নিহত ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবে গণতন্ত্র মঞ্চ।
সোমবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় জোটের শরিক দল রাষ্ট্র সংস্কার আন্দোলনের তোপখানা রোডে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
রোববার (২৮ জুলাই) গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী-জনতা হত্যার বিচার, হামলা-মামলা-হয়রানি বন্ধ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করা হবে। তোপখানা রোডের রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ে অনুষ্ঠেয় এই সংবাদ সম্মেলনে গণতন্ত্রের মঞ্চের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
এদিকে, সরকার পতনের আন্দোলনে জামায়াতে ইসলামী নিয়ে ‘জাতীয় ঐক্য’ করার বিএনপির ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে পারে গণতন্ত্র মঞ্চের নেতারা। ২০২৩ সাল থেকে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের পদত্যাগসহ একাধিক দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করে আসছে গণতন্ত্র মঞ্চ। সেই সময় যুগপৎ আন্দোলনে জামায়াতকে রাখা নিয়ে গণতন্ত্র মঞ্চ আপত্তি তোলে। তখন বিএনপি জামায়াতকে যুগপৎ আন্দোলনে রাখেনি।
বিজ্ঞাপন
নাম না প্রকাশে গণতন্ত্র মঞ্চের এক শীর্ষ নেতা বলেন, সংবাদ সম্মলেন যুগপৎ আন্দোলন জামায়াতকে রাখা নিয়ে বিএনপির ঘোষণা সম্পর্কে নিশ্চয়ই সাংবাদিকরা প্রশ্ন করবেন। ফলে, স্বাভাবিকভাবে এই নিয়ে আমাদের কথাও বলতে হবে।
এএইচআর/জেডএস