রাজধানীর এলিফ্যান্ট রোডে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বাসায় হামলার অভিযোগ উঠেছে।

শনিবার রাতে রুমিন ফারহানা নিজের ফেসবুক পেজে লাইভে এসে এ অভিযোগ করেন।

রুমিন ফারহানা বলেন, আমার বাসার সামনে একদল ছেলে বিচ্ছিরি গালি দিচ্ছে, আমার বাসার সামনে গেট ভাঙচুর করে গেল। তারা বলতেছে, এই রুমিন। নোংরা একটা গালি দিয়ে, তুই নাম নিচে। এখনই আমার বাসার সামনে দিয়ে গেল। আপনারা এলিফ্যান্ট রোডে আসেন। আমি আমার মায়ের সঙ্গে একা থাকি। তারা এখনো রাস্তায় গোলমাল করছে। ভীষণভাবে চিৎকার করছে। আমি বারান্দায় যেতে পারছি না। বারান্দার যাওয়ার মতো অবস্থা নেই।

তিনি আরও বলেন, আমার পুরো বাসা অন্ধকার করতে বাধ্য হয়েছি। তারা নিচে গেট ভাঙছে। আপনারা দেখুন, আপনারা আসুন, একটা ব্যবস্থা নিন।

সায়েন্সল্যাবে একাধিক আবাসিক ভবনে হামলা

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় টিচার্স ট্রেনিং কলেজ এবং ঢাকা কলেজের আশপাশে বেশ কয়েকটি আবাসিক ভবনের নিচে দুর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এসব হামলার ঘটনা ঘটে।

নিউমার্কেট থানার ওসি আমিনুল ইসলাম বলেন, সায়েন্সল্যাব এলাকায় লাটিমি ভবনের নিচে সিসিটিভি এবং লাইট ভাঙা হয়েছে। শুনেছি আরও কয়েকটি ভবনের নিচে হামলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ আছে।

এমজে