২৪ ঘণ্টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আহ্বান বিএনপির
অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এর আগে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেন।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, আমরা আশা করব আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনি সংসদ ভেঙে দেবেন। অন্যথায় দেশে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমানসহ আরও অনেকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এএইচআর/এসএম